Menu

অতি চালাকের গলায় দড়ি

0 Comments

একদা একটি গাধা লবনের ভারী বোঝা বয়ে নিয়ে যাবার সময় নদী পার হতে গিয়ে হোঁচট খেয়ে পানিতে বসে পড়েছিল ।পানির সংস্পর্শে এসে লবন গুলে একেবারে জল হয়ে গেল । উঠে দাঁড়িয়ে গাধা দেখে বোঝা একদম হালকা হয়ে গেছে ।সে তো মহাখুশী ।ভাবল বিরাট এক আবিষ্কার করে ফেলেছে সে । নদী পার হতে গিয়ে পানিতে বসে পড়লেই যে বোঝা হালকা হয়ে যায় এ কথা তার আগা জানা ছিল না ।

কিছুদিন পরের
ঘটনা ।সেই গাধাটির পিঠেই তুলার বোঝা ।ক্লান্ত গাধা নদী দেখেই থুশি হয়ে উঠল ।চালাকি করে নদী পার হতে গিয়ে সে হোঁচট খাওয়ার ভান
করে পানিতে বসে পড়ল । কিন্তু একি ? উঠে দাঁড়াতে পারছে না কেন সে ? শুকনো বোঝা তো এমন ভারী ছিল না ? ক্রমে মাথাটিও আর উঁচু
করে রাখতে না পেরে ডুবে মরে গেল গাধা । সে কি জানত লবনের বোঝা পানিতে ভিজে হালকা হয়ে যায় অথচ তুলার বোঝা ভিজে হয়ে যায়
আরো ভারী ?

নীতিকথা : মাঝে মাঝে বুদ্ধির অহংকারে চালাকি করতে গিয়ে ভাগ্য এমন বিড়ম্বনা ঘটায় যা মানুষ স্বপ্নেও
ভাবতে পারে না ।

Tags: , , , , , , ,

Leave a Reply

Skip to toolbar