কয়েকটি সগীরা গুনাহ হল এই-
- কোন মানুষ বা প্রাণীকে লা’নত দেয়া
- না জেনে কোন পক্ষে ঝসড়া করা কিংবা জানার পর অন্যায় পক্ষে ঝসড়া করা
- ফাসেক লোকদের সাথে উঠাবসা করা
- মাকরূহ ওয়াক্তে নামায পড়া
- উলঙ্গ হয়ে গোসল করা
- মাহ্রাম পুরুষ ব্যতিত নারীর জন্য সফর করা
- গোসল খানায় কিংবা পানির ঘাটে পেশাব করা
- স্ত্রীকে একের অধিক তালাক দেয়া
- স্ত্রীর মাসিক চলাকালে তালাক দেয়া
- অহেতুক কাজে বা কথায় সময় নষ্ট করা ইত্যাদি।