Menu

পিতার হাতে বন্দি পুত্র।। ২য় অংশ

0 Comments

প্রথম অংশ পড়তে এখানে ক্লিক করুন

সত্য কেবল নবীর (সা) মুহাম্মত। এবং সত্য কেবল ঈমানের দাবি পূরণ করা।
পিতার হাতে বন্দি পুত্র।
কিক্ষণের জন্য থেমে গেল বাতাস। থেমে গেল মেঘ এবং পাখির চলাচল।
সবাই অবাক বিস্ময়ে চেয়ে চেয়ে দেখলো এক অভাবনীয় ‍দৃশ্য।
দেখলো আর ভাবলো, একেই বলে ঈমানের শক্তি।
একেই বলে প্রকৃত মুজাহিদ।
যেখানে সত্যের কাছে তুচ্ছ, অতি তুচ্ছ হয়ে যায় একান্ত রক্তের বাঁধন। সন্তানের পরিচয়ও।
প্রকৃত অর্থে, আল্লাহ পাক তো এমনই ঈমান প্রত্যাশা করেন তাঁর প্রিয় বান্দার কাছে।
রাসূল (সা) তো চান এমনই শর্তহীন ভালবাসা।
আর ইসলাম তো চায় এমনই ত্যাগ, কুরবানি ও ঈমানের দুঃসাহসিক গরিমা।
হযরত রিফায়া।
রিফায়া পুত্রকে বদর প্রান্তরে নিজে হাতে বন্দি করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ইসলামের সোনালি ইতিহাসে।
বিরল দৃষ্টান্ত!
অথচ প্রেরণাদায়ক আমাদরে জন্য।
প্রেরণাদায়ক প্রতিটি মুমিনের ক্ষেত্রে সকল সময় ও কালের জন্য।

প্রথম অংশ পড়তে এখানে ক্লিক করুন

Tags: , , , , , , , , , , , , , , ,
Skip to toolbar