হাদীছে বর্ণিত বিশেষ কয়েকটি মুনাজাত- মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দিন
১। হে আল্লাহ! আমি তোমার নিকট হেদায়েত, তাকওয়া, অন্যায় থেকে বিরত থাকার তাওফীক এবং মনে অভাববোধ না থাকা ও সম্পদের স্বচ্ছলতা প্রার্থনা করছি।
২। হে আল্লাহ! আমার পূর্বের গোনাহ, পরের গোনাহ, প্রকাশ্যের গোনাহ এবং গোপনেকৃত গোনাহ আর আমার যত গোনাহ সম্পর্কে তুমি অবহিত আছ, সব ক্ষমা করে দাও। তুমি যাকে চাও তাকে আগে রহমতের তাওফীক দাও এবং যাকে চাও তাকে পরে দাও। তুমি সবকিছুর ক্ষমতা রাখ।
৩। হে আল্লাহ! তুমি বড়ই ক্ষমাশীল, ক্ষমা করতে তুমি ভালোবাস, অতএব আমাকে ক্ষমা করে দাও।
৪। হে আল্লাহ, আমি তোমার নিকট চাই এমন ইলম যা উপকার দিবে, এমন আমল যা কবূল হবে এবং হালাল রিযিক।
৫। হে আল্লাহ, আমি তোমার নিকট সুস্থ্যতা, চারিত্রিক পবিত্রতা, সুচরিত্র এবং তাকদীরে রাজি থাকার তওফীক চাই।
৬। হে আল্লাহ! তুমি পবিত্র করে দাও, আমার অন্তরকে মুনাফেকী থেকে, আমলকে রিয়া থেকে, জবানকে মিথ্যা থেকে এবং দৃষ্টিতকে অন্যায় নজর থেকে। তুমি তো চোখের ফাঁকি এবং অন্তরের গোপন বিষয় সম্পর্কে খুবই ওয়াকিফহাল
৭। হে আল্লাহ, আমি তোমার কাছে চাই তোমার ভালবাসা এবং তোমাকে যে ভালোবাসে তার ভালবাসা আর এমন আমল, যা আমাকে তোমার ভালবাসায় উপনীত করবে। হে আল্লাহ! আমার জীবন, আমার ধন-সম্পদ এবং আমার পরিবার-পরিজনের চেয়ে এবং ঠান্ডা পানির চেয়েও তোমার ভালবাসাকে আমার কাছে অধিক প্রিয় বানিয়ে দাও।
৮। হে আল্লাহ! আমার জাহিরী অবস্থায় চেয়ে আমার বাতিনী অবস্থাকে সুন্দর বানিয়ে দাও, আর জাহিরী অবস্থাকে দুরস্ত বানিয়ে দাও।
৯। হে আল্লাহ! আমি তোমার নিকট দুনিয়া আখেরাতে উভয় জাহানেরই মুক্তি ও নিরাপত্তা কামনা করছি।
১০। হে আল্লাহ! আমি তোমার নিকট পানাহ চাই কুফরী থেকে, অভাব-অনটন থেকে এবং কবরের আযাব থেকে।
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন
সূত্রঃ আহকামে যিন্দেগী । পৃষ্ঠা নং- ২০২-২০৪